গুয়াহাটি: ভারতের জাতীয় পতাকা (Indian Flag) সম্পর্কে ৯৫ শতাংশ নাগরিকেরই সঠিক জ্ঞান (fair knowledge) নেই বলে আক্ষেপ প্রকাশ করলেন ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সিইও (Flag Foundation of India CEO)। অসমের (Assam) রাজধানী গুয়াহাটিতে (Guwahati) একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে এই বিষয়ে মন্তব্য করেন তিনি।
নয়াদিল্লির ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে গুয়াহাটির ভারতীয় সেনার নারেঙ্গি মিলিটারি স্টেশনে (Narengi Military Station) তাদের ১০৭ তম মনুমেন্টাল ফ্ল্যাগ (Monumental Flag) স্থাপন করা হয়। তার ফাঁকে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ফ্ল্যাগ ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অসীম কোহলি (Maj Gen (retd) Ashim Kohli) বলেন, "আমি বলতে চাই ভারতের ৯৫ শতাংশ মানুষের তেরঙ্গা পতাকা সম্পর্কে সঠিক জ্ঞানই নেই। তাঁরা এটা ঠিক করে জানেন না যে জাতীয় পতাকা রাতে উত্তোলন করতে হয় না দিনে। জাতীয় পতাকা খাদি না সুতি দিয়ে তৈরি করে। জাতীয় পতাকা সুতি, খাদি, সিল্ক ও পলিয়েস্টার দিয়ে তৈরি করা হয়। আর পরিমাণ থাকে ৩:২।"
তিনি খুব আক্ষেপ করে বলেন, "কিছু শিক্ষিত ও প্রবীণ ব্যক্তি তাঁকে জানিয়েছেন যে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপনের পরই তাঁরা জাতীয় পতাকা নামিয়ে নেন। কিন্তু, সরকারি নির্দেশ অনুযায়ী এটা পরিষ্কার যে এক বছরের ৩৬৫দিনই আপনার জাতীয় পতাকা উত্তোলন করে রাখার অধিকার রয়েছে। আপনারা যদি আমেরিকায় যান তাহলে দেখতে পাবেন তাদের দেশের জাতীয় পতাকা সর্বত্র উড়ছে। এটা দেখে আপনার খুবই ভালো লাগবে। তাহলে সেই একই বিষয় আমরা কেন করতে পারব না। আসলে বিষয়টি হল সঠিক তথ্য কোনও মাধ্যমের সাহায্যেই দেশের মানুষ কাছে পৌঁছে দেওয়া হয়নি। এর ফলেই এই পরিস্থিতি।"