নয়াদিল্লিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা(Cyclone Dana)। বৃহস্পতিবার পুরী(Puri) ও সাগরের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে এটি। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।ঘূর্ণিঝড় ডানার আবহে ইতিমধ্যেই উত্তাল চেহারা নিয়েছে পুরীর সমুদ্র(Puri Beach)। ইতিমধ্যেই পর্যটকদের বুধবারের আগে পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলাইয় তৎপর ওড়িশা প্রশাসন। বুধবার ভোরে ভুবনেশ্বরে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল। ওড়িশার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে এই দল। আজ, বুধবার থেকেই বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবেন এনডিআরএফ জওয়ানরা। এনডিআরএফ-এর সপ্তম ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পঙ্কজ শর্মা বলেছেন, "পাঁচটি দল রয়েছে, মোট ১৫২ জন কর্মী রয়েছেন, আমরা ভাটিন্ডা থেকে ভুবনেশ্বর বিমানবন্দরে এসেছি। এই দলকে মোট ৫টি জেলায় মোতায়েন করা হবে। ঘূর্ণিঝড় এবং বন্যায় উদ্ধারকাজ চালানোর জন্য আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। আমাদের প্রধান কাজ হচ্ছে উদ্ধারকাজ, মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সামগ্রী বিতরণে জেলা প্রশাসনকে সহায়তা করা।"

 ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, ওড়িশায় হাজির এনডিআরএফ দল

কী বলছেন এনডিআরএফ-এর সপ্তম ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পঙ্কজ শর্মা?