প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সাংলি: একটি এসইউভি গাড়ির (SUV car) সঙ্গে ট্র্যাক্টরের (tractor) মুখোমুখি (collision) সংঘর্ষের ফলে মৃত্যু হল কংপক্ষে ৫ জনের। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পশ্চিম প্রান্তে অবস্থিত সাংলি জেলার (Sangli distric) রত্নগিরি-প্রাণধরপুর রোডের (Ratnagiri-Pandharpur) মিরাজ (Miraj) এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি এসইউভি গাড়ি করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। সকাল ১১ টা নাগাদ মিরাজ এলাকায় তাঁদের এই গাড়টিকে সজোরে ধাক্কা মার একটি ট্র্যাক্টর। এর ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন তিনজনা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদের মধ্যে ১২ বছরের এক কিশোর ও মহিলা-সহ মোট পাঁচজন রয়েছেন। গাড়িতে থাকা আরও তিনজনকে মিরাজ হাসপাাতে ভর্তি করে হয়েছে। এসইউভি গাড়িটা কোলাপুর থেকে রত্নগিরি যাচ্ছিল। আর সেই সময়ে উলটো দিক থেকে আসছিল ইট বোঝাই করে আসছিল ট্র্যাক্টরটি। দুর্ঘটনার পরেই ট্র্যাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। আরও পড়ুন: Karnataka CM Decision: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আজ, কালের মধ্যেই ঘোষণা করবে কংগ্রেস