চলন্ত বাসে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলন্ত বাসে (Bus) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বিহার (Bihar) থেকে দিল্লি (New Delhi) যাওয়ার পথে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু-সহ কমপক্ষে পাঁচজনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনৌয়ের (Lucknow) কিষাণ পথ এলাকায়। জানা গিয়েছে, বিহারের বেগুসরাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল দূরপাল্লার বাসটি। বৃহস্পতিবার ভোর ৫ তা নাগাদ বাস যখন খনৌ-রায়বেরেলি সড়কের মোহনলালগঞ্জ পৌঁছয় তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডবল ডেকার স্লিপার বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। আতঙ্কে প্রাণ হাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। বাসের মধ্যে আটকে পড়েন কিছুজন। তাঁদেরই মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছে দুই শিশু। উল্লেখ্য, বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। ভোরের দিকে ঘুমিয়েছিলেন তাঁরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

ডবল ডেকার বাসে আগুন, ঝলসে মৃত্যু ৫ জনের

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা বাস। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, প্রায় এক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল আগুন। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 দূরপাল্লার বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২ শিশু-সহ ৫ জনের