৪ কিশোর-কিশোরী সহ মোট পাঁচজনের নিথর দেহ উদ্ধার হল একটি কুয়ো থেকে। যার মধ্যে একজন ব্যক্তিও রয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) শিরডিতে। গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ৫ জন। অবশেষে এদিন দুপুরে কুয়ো থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করা হলেও পুলিশ খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না। কারণ মৃত ব্যক্তির স্ত্রী ঘটনার পর থেকেই নিখোঁজ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
কুয়োয় নেমে দেহ উদ্ধার
জানা যাচ্ছে, এদিন রাহতা থানা এলাকার কোরহালে গ্রামের গভীর কুয়োতে এক নাবালিকার দেহ ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা। তাঁরাই প্রথমে থানায় খবর দেয়। খবর পেয়ে নাসিক ও শিরডি পুলিশ যৌথ অভিযান শুরু করে। কুয়োয় নামানো হয় উদ্ধারকারী দল। তাঁরা নেমে আরও চারটি দেহের সন্ধান পায়। ধীরে ধীরে পাঁচজনের মরদেহ উদ্ধার হয়। যাঁদের মধ্যে একজনের বয় ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। নাম তাঁর অরুণ কালে। বাকি দেহগুলি তাঁরই শিশুর।
৫ জনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
গ্রামবাসীরাই মৃতদের সনাক্ত করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি হয়েছিল অরুণের। তারপর ছেলেমেয়েদের স্কুলে আনতে যায় সে। স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আর বাড়ি ফেরেনি অরুণ। সেই কারণে পুলিশের অনুমান খুনের তত্ত্ব। যদিও এই ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর স্ত্রী। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।