জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এবার নাড্ডার পরিবর্তে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদে কে বসেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নরেন্দ্র মোদী ম্যাজিক ফিকে হয়ে আসার পর বিজেপি-র প্রধানের পদ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী পাঁচ বছর বিজেপির কাছে প্রতিটি নির্বাচন অগ্নিপরীক্ষার হতে চলেছে। এমন অবস্থার বিজেপির সিংহাসনে বসার জন্য বেশ কয়েকটি নাম উঠে আসছে। কিন্তু পরিস্থিতি যে দিকে চলেছে তাতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এই প্রথম কোনও মহিলাকে দেখা যেতে পারে।
অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশী, ভেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিং, নীতীন গড়করি-র মত নেতারা অতীতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হিসেবে কাজ করেছিলেন। তবে এই প্রথম কোনও মহিলাকে দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দলের সিংহাসনে দেখা যেতে পারে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং-রাও চাইছেন দলের সভাপতি হিসেবে কোনও মহিলাকে। নরেন্দ্র মোদীর আমলেই কোনও দলিত মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। এবার নারী ক্ষমতায়নের কথা বারবার বলা নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি হিসেবে কোনও মহিলার পক্ষেই সওয়াল করছেন। আরও পড়ুন-অনুরাগ ঠাকুর থেকে স্মৃতি ইরানি, পরবর্তী বিজেপি সভাপতি হিসেবে নাম ভাসছে যাদের
সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে স্মৃতি ইরানি। আমেথিতে হারলেও স্মৃতিকে দলের সংগঠনে কাজে লাগাতে চান মোদী-শাহ-রা। স্মৃতিকে মোদী মন্ত্রিসভায় না দেখার পরই অনেকের মনে হয়েছিল তাহলে তাঁকে হয়তো দলে বড় দায়িত্ব দেওয়া হবে। স্মৃতি ইরান ছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নাম উঠে আসছে। লোকসভার মুখে রাজস্থান বিধানসভায় জয়ের পরেও বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করেনি বিজেপি। যার ফলে রাজস্থানে এবারের লোকসভায় কিছু আসনে বিজেপি প্রার্থীদের গোষ্ঠীকোন্দলের মুখে পড়তে হয়েছে। এবার দেখার বসুন্ধরাই পদ্মফুলের প্রধান হন কি না।