কংগ্রেসের তিনবারের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহু ( Dhiraj Prasad Sahu)-র বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে ৩৫০ কোটি নগদ অর্থ। যা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই বিষয়ে মুখ খুললেন ধীরজ সাহু। তাঁর সাফ কথা, এই টাকা তার ফার্মের ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি ব্যবসায়িক। বেশীরভাগ অর্থই মদের ব্যবসার। এর সঙ্গে কংগ্রেস বা অন্য কোন রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই। টাকার সবটা আমারও নয়। এটা পারিবারিক ব্যবসা এবং এর সঙ্গে অংশীদার আছে বেশ কিছু অন্য কোম্পানি। আমি সব হিসেবে দিয়েছি। এবার সরকার বিচার করুক কালো টাকা বা সাদা।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi | First reaction of Congress MP Dhiraj Prasad Sahu on I-T raids and recovery of hundreds of crores of rupees in cash from premises linked to him.
He says, "...What is happening today makes me sad. I can admit that the money that has been recovered belongs to my… pic.twitter.com/TgpMXhCC2B
— ANI (@ANI) December 15, 2023
এরপর তিনি বলেন আমি নিশ্চিত একটি বিশেষ রাজনৈতিক দলের আইটি সেল আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তা মিথ্যা প্রমাণিত হবে।"