নয়াদিল্লিঃ এসআইআর (SIR) আবহে বিহারে শুরু প্রথম দফার নির্বাচন(Bihar Assembly Election 2025)। নির্ধারিত সময় সকাল ৭ টার সময় শুরু হয়েছে প্রথম দফার পরীক্ষা। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। দ্বিতীয় দফা ১১ নভেম্বর। সকাল থেকেই বুথমুখী বিহারবাসী। নির্বাচনকে স্বাগত জানাত বেলুনে সাজল বিভিন্ন ভোটকেন্দ্র। জানা গিয়েছে, আজ ২৪৩ টি আসনের মধ্যে ১২১ টি আসনে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে ১,৩১৪ জন প্রার্থীর। প্রথম দফার ভোটপর্বে অংশগ্রহণ করবেন প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার। তার মধ্যে ১০.৭২ লক্ষ নতুন ভোটার। ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারই রয়েছেন প্রায় ৭.৭৮ লক্ষ। মোট ১৮ টি জেলায় ভোটগ্রহণ চলবে।
বিহারে শুরু প্রথম দফার নির্বাচন
প্রথম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে একাধিক হেভিওয়েট নেতার। তেজস্বী যাদব, প্রশান্ত কিশোর থেকে গায়িকা মৈথিলি ঠাকুর প্রথম দফাতেই ভাগ্য নির্ধারণ হবে তাঁদের। অন্যদিকে নির্বাচনের আগে থেকেই এসআইআর নিয়ে সরগরম বিহার। ইতিমধ্যেই চূড়ান্ত ভোট তালিকা থেকে বাদ পড়েছে ৪৪ লক্ষ ভোটারের নাম। এই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের টার্গেট করা হচ্ছে বলে তোপ দেগেছেন বিরোধীদের একাংশ। ইতিমধ্যেই গোটা ব্যাপরটিকে 'ভোটচুরি' বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এসআইআর আবহে বিহারে শুরু ভোটযুদ্ধ, বুথমুখী সাধারণ মানুষ
#WATCH | Patna, Bihar | Polling booths across 121 constituencies of Bihar are all set to facilitate voting in the first phase of #BiharElection2025
Visuals from a polling booth in Patna. pic.twitter.com/aUpC1599c6
— ANI (@ANI) November 6, 2025