এখনও দেশের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে একাধিক অবৈধ ভিনদেশি নাগরিক। বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানিরাই ভারতে এভাবে লুকিয়ে থাকেন। এবার ফের রাজস্থান (Rajasthan) থেকে উদ্ধার একাধিক বাংলাদেশি নাগরিক। এর আগে আজমীর, জয়সলমের সহ একাধিক জায়গা থেকে আটক করা হয়েছিল অনুপ্রবেশকারীদের। দিনকয়েক আগেই সিকর জেলা থেকে ১৪৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যাচ্ছে, এদের কারোর কাছেই বৈধ ভারতীয় নথি ছিল না। বৃহস্পতিবার তাঁদের যোধপুরে থেকে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হচ্ছে।

গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই জেলা থেকে ৩৯৪ অবৈধ বাংলাদেশিকে আটক করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন পাঠানো হয়েছে। সরকারি নথি অনুযায়ী বিগত কয়েকমাসে শুধুমাত্র রাজস্থান থেকেই ১০০৮ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে জয়পুর থেকে সবথেকে বেশি বাংলাদেশি ধরা পরেছে। প্রশাসনিক সূত্র অনুযা্য়ী জয়পুর থেকে ৭৬১ জনকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত।

বাংলাদেশ ও পাকিস্তানের অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

প্রশঙ্গত, পহেলগামে পাক জঙ্গিদের হামলা চালানোর পর থেকেই প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের ওপর একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি এই সমস্ত রাজ্যের নাগরিক যাঁরা অবৈধভাবে এদেশে থাকছে। তাঁদের ধরপাকড় শুরু করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ।