Sidhu Moose Wala: পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার খুনে প্রথম গ্রেফতার, ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজত
Sidhu Moosewala (Photo Credit: Instagram)

দিল্লি, ৩১ মে:  পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার (Sidhu Moosewala) খুনের ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। উত্তরাখণ্ড থেকে মনপ্রীত সিং নামে একজন গ্রেফতার করা হয়। মাদক পাচারকারী হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে মনপ্রীত সিংয়ের। সোমবার বিকেলে গ্রেফতারির পর আজ মনপ্রীতকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর আগে অস্ত্র পাচার, খুনের চেষ্টার অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ রয়েছে মনপ্রীত সিংয়ের বিরুদ্ধে।

উত্তরাখণ্ড এসটিএফের সাহায্য নিয়ে পাঞ্জাব পুলিশ সোমবার বিকেলে দেরাদুন থেকে গ্রেফতার করা হয় মনপ্রীত সিংকে। মনপ্রীত সিংয়ের সঙ্গে আরও ৪ জনকে আটক করা হয়। যার মধ্যে একজন লরেন্স বিষ্ণোই গ্রুপের সদস্য বলে জানা যাচ্ছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার খুনের সঙ্গে ওই ধৃতদের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:  Monkeypox: মাঙ্কিপক্স নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারের যোগ রয়েছে বলে খবর। গোল্ডি ব্রার ইতিমধ্যেই সিধু মুসওয়ালার খুনের দায় স্বীকার করেছে। তবে লরেন্স বিষ্ণোই সিধু মুসওয়ালার খুনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।