ঘটনাস্থলের দৃশ্য (ছবিঃANI)

নয়াদিল্লিঃ লখনউ-এর (Lucknow) হাসপাতালে (Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। সোমবার রাতে আগুন লাগে লোকবন্ধু হাসপাতালে। আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় ২০০ রোগীকে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা হাসপাতাল। হাসপাতালের দ্বিতীয় তলায় প্রথম আগুন লাগে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

হাসপাতালে আগুন, সরানো হল রোগীদের

জানা গিয়েছে, সোমবার রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ আচমকাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ২০০ জন রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় হাসপাতালের আইসিইউ ও মহিলা ওয়ার্ড। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোম রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এই ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কেউ আহত হননি। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ২০০ জন রোগীকে দ্রুততার সঙ্গে বাইরে আনা হয়। অন্যদিকে কী কারণে আগুন লাগল তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে দমকল বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক বিকাশ জি আয়ার। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

 সোম রাতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ২০০ রোগী