কানপুর: এতদিন আইনভঙ্গকারীদের বাড়ি ও সম্পত্তি ধ্বংস করতে বুলডোজারের (bulldozers) ব্যবহার করা হচ্ছিল যোগীরাজ্যে। যা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এবার দেখা গেল আগুন নিয়ন্ত্রণে (control fire) আনতে বুলডোজারের ব্যবহার করছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রশাসন। ঘটনাটি ঘটেছে কানপুরে (Kanpur fire)। আরও পড়ুন: Priyanka Gandhi In Kanker: ফের ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়ে জাতিগত জনগণনার প্রতিশ্রুতি, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী
শুক্রবার সকালে কানপুরের কিদোয়াই নগর পুলিশ স্টেশনের (Kidwai Nagar Police station) অন্তর্গত সঞ্জয় নগর (Sanjay Nagar) এলাকার একটি ওয়ারহাউসে (warehouse) আচমকা আগুন (massive fire) লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা নেভানোর চেষ্টা করে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে ওয়ারহাউসটির বেশ কিছুটা অংশ ভেঙে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। আরও পড়ুন: Telangana Home Minister Slap Video: মেজাজ হারিয়ে নিরাপত্তারক্ষীকে প্রকাশ্যে চড় তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kanpur fire | Uttar Pradesh: Firefighters use bulldozers to control fire in the Sanjay Nagar area of Kanpur.
A massive fire broke out this morning in a warehouse in the Sanjay Nagar area under Kidwai Nagar Police station. pic.twitter.com/IR6wWR5v7e
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 6, 2023