ফের ওডিশার বালাসোরে ট্রেন আতঙ্ক! বালাসোর জেলার রুপসা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির একটি বগি থেকে আগুনের ফলে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে রেলকর্মীরা ছুটে আসেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ফলে কোনও ক্ষতি হয়নি। কী করে মালগাড়িতে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
#WATCH | Odisha: Fire broke out in a compartment of goods train at Rupsa railway station in Balasore district. Cause of the fire is yet to be known. The fire was brought under control by the fire brigade pic.twitter.com/36lss3vbCn
— ANI (@ANI) June 10, 2023
দেখুন ভিডিয়োVIDEO | A wagon of a stationary goods train caught fire at Rupsa railway station in Odisha's Balasore earlier today. pic.twitter.com/vAGfLYXihA
— Press Trust of India (@PTI_News) June 10, 2023
গতকাল, শুক্রবার রাতে ওড়িশার (Odhisa) খোরধা (Khordha) এলাকার বালুগাও স্টেশনের (Balugaon station) ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেনে (coal-laden goods train) আগুন (Fire) লাগার জেরে প্রবল আতঙ্ক ছড়াল। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তার আগে বৃহস্পতিবার নওপাড়া জেলায় পুরী-দুর্গ এক্সপ্রেসের ব্রেক প্যাডে আগুন লেগে আতঙ্ক ছড়ায় ঘটনাটি ঘটেছে । ১৮৪২৬ নম্বর ট্রেনের B3 কোচে আগুন লাগার ঘটনা ঘটে। পর্যাপ্ত পরিমানে ব্রেক না কষার কারণে ঘর্ষণের ফলে আগুন লেগে যায় ব্রেকপ্যাডে।
গত শুক্রবার সন্ধ্য়ায় বালাসোরের বাহানগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় তিনশো জন নিহত হন, আহত হয়েছিলেন হাজারেরও বেশী মানুষ।