চলন্ত ট্রেনে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে(Madhya Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। ট্রেনে(Train) ভয়াবহ অগ্নিকাণ্ড। যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে। জানা গিয়েছে, বিলাসপুর থেকে বিকানের যাচ্ছিল ট্রেনটি। আচমকাই ট্রেনের জেনারেটর কোচে আগুন লেগে যায়। ধোঁয়া ছড়ায় পাশের কোচগুলিতে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। দরজার সামনে এসে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হয় আরপিএফ। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে জেনারেটর কোচ থেকে আলাদা করা হয় অন্যান্য বগিগুলি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, চলন্ত ট্রেনে আগুন

এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানানো হয়েছে রেলের তরফে। স্টেশন মাস্টার জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হয় রেলের তরফে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। রেলের এক আধিকারিক জানান, রেলের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। সেই ট্রেনে করে তাঁদের পৌঁছে দেওয়া হয়।

চলন্ত ট্রেনে আগুন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে