Fire breaks out in parked vehicles near Mahakumbh mela (Photo Credits: ANI)

প্রয়াগরাজ, ২৫ জানুয়ারিঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) ফের অগ্নিকাণ্ড। শনিবার সাতসকালে মহাকুম্ভ মেলার (Mahakumbh Mela 2025) প্রধান সড়কে দাঁড় করানো দুটি গাড়িতে আগুন লেগে যায়। সকাল সাড়ে ৬টার দিকে একটি মারুতি এরটিগা গাড়িতে আগুন লাগার খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। সেই আগুন পাশের একটি গাড়িকেও গ্রাস করেছে। তাৎক্ষণিকভাবে ছয়টি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর মেলেনি।

আগুন লাগার সম্ভাব্য কারণ হিসাবে উত্তরপ্রদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশাল যাদব জানান, বর্তমানে প্রয়াগরাজে চলছে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ মেলা। যার ফলে মেলার অদূরে প্রচুর সংখ্যক যানবাহন পার্ক করা হচ্ছে রোজদিন। পার্ক করা সমস্ত গাড়ি গরম থাকায় সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। দিন কয়েক আগেই কুম্ভমেলাপ্রাঙ্গণে ভয়াবহ আগুন লেগেছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ৫০টি তাঁবু।

মহাকুম্ভ মেলায় ফের অগ্নিকাণ্ডঃ

গত রবিবার, ১৯ জানুয়ারি কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন লেগে গিয়েছিল। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের তাঁবুগুলোকে। দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে মেলাপ্রাঙ্গণে। তাঁবুতে থাকা রান্নার সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুনটি লেগেছিল বলে জানা যায়।।