ছবিঃ ANI

আমেদাবাদঃ উইকেন্ডে গেমিং জোনে (Gaming Zone) থিকথিক করছিল ভিড়। এমন সময় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের (Rajkot) একটি গেমিং জোনে। আগুনে পুড়ে-মৃত্যু হয়েছে ২৭ জনের। এর মধ্যে রয়েছে ১২ জন শিশু। প্রাথমিক তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ উঠে আসছে। এ বার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন গুজরাটের মুখ্য মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। গিরিরাজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

চলছে উদ্ধারকাজ  (Image Credit source: PTI)

শনিবার এই গেমং জোনে চলছিল বিশেষ অফার। প্রবেশমূল্য ছিল ৯৯ টাকা। তাই অনেকেই ভিড় জমিয়েছিলেন সেখানে। এমন সময় আগুন লাগে। গেমিং জোন থেকে বের হওয়ার পথ ছিল একটি, তাও ৬ থেকে ৭ ফুট চওড়া ফলে বহু মানুষ আটকে পড়েন। প্রাণে বাঁচতে দৌরে বের হতে গিয়ে স্থায়ী কাঠামোর তলায় চাপা পড়ে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের। কাঠামো সরিয়ে দেহ উদ্ধার করছে দমকল বাহিনী। দেহগুলির ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।  ওই গেমিং জোনে প্রচুর পরিমাণে  দাহ্য পদার্থ মজুত ছিল। সেখান থেকেই আগুন লাগে বলে জানিয়েছে দমকল বাহিনী।