সোনিপতঃ দিল্লির শিশু হাসপাতালে (Delhi Baby Care Hospital) ও রাজকোটের গেমিং জোনে (Rajkot Gaming Zone) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) পর ফের বিধ্বংসী আগুন! রাবার কারখানায় আগুন লেগে ঝলসে গেলেন ৪৫ শ্রমিক। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি রাবার কারখানায়। ওই কারখানায় রাবারের বেল্ট তৈরি হত বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেলে আগুন লাগে এই কারখানায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানায় ৫০ জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে কমপক্ষে ৪৫ জন ঝলসে গিয়েছেন বলে খবর। বাকিরা গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান কারখানার বয়লার ফেটেই এই ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ দুধের শিশুর। গুজরাটের রাজকোটের গেমিং জোনে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ২৮ জন। বিগত এক সপ্তাহের মধ্য দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা যথেষ্ট উদ্বেগজনক! এই পিছিনে কিছুটা হলেও দায়ী তাপপ্রবাহ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
STORY | Fire breaks out at rubber plant in Haryana's Sonipat, 40-45 injured: Police
READ: https://t.co/VQS6lMe42p
VIDEO:
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/H92HzTtZ6z
— Press Trust of India (@PTI_News) May 28, 2024