নয়াদিল্লিঃ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire। যার জেরে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের। ঘটোনাটি ঘটেছে দ্বারকার (Dwarka) প্রেমনগর (Prem Nagar) এলাকায়। মৃতদের নাম হীরা সিং কক্কর (৪৮), তাঁর স্ত্রী নীতু (৪০) এবং তাঁদের দুই ছেলে রবীন (২২) ও লক্ষ্য (২১)। পেশায় ফটোগ্রাফার বাড়ির কর্তা হীরা সিং। বাড়ির একতলায় প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে। চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন। ঘন কালো ধোঁয়া গ্রাস করে গোটা বাড়ি। আর এতেই দমবন্ধ হয়ে আসে বাড়িতে উপস্থিত সদস্যদের। বাইরে বের হওয়ার পথ না খুঁজে পেয়ে বাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের, এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। পরিবারের চার সদস্যকে রাও তুলারাম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির একতলায় ঘুমাচ্ছিলেন মৃত হীরা কক্করের মা সীতা দেবী। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক এবং পশ্চিম দিল্লির সাংসদ কমলজিৎ সেহরাওয়াত। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এই ঘটনাকে "দুঃখজনক" বলেছেন সেহরাওয়াত। পাশাপাশি নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
4 Of Family Suffocate To Death In Dwarka House Fire After Short Circuit https://t.co/PL94ghvLo4 pic.twitter.com/eaM6sH2COW
— NDTV (@ndtv) June 26, 2024