অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন রাজ্য ও কেন্দ্রের চর্চা তুঙ্গে, সেই সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তোলপাড় করেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে বঙ্গ বিজেপির তরফে দায়ের করা হয়েছে এফআইআর। তবে এবার ভিনরাজ্যেও মহুয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। জানা যাচ্ছে, ছত্তিশগড়ের রায়পুরে মানা ক্যাম্প পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিজেপি নেতা মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
এই রাজ্যেও দায়ের হয়েছে অভিযোগ
এর আগে, গত শুক্রবার নদিয়ার কোতয়ালি থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সবমিলিয়ে এখন গেরুয়া শিবিরের নিশানায় রয়েছেন মহুয়া। যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যের পরেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি তৃণমূল নেতৃত্ব।
কী বলেছেন মহুয়া মৈত্র?
গত ২৬ অগাস্ট কৃষ্ণনগরে এক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহুয়া। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। মহুয়া বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এদিকে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় সামনের সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসে নির্লজ্জের মতো হাসছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত রক্ষার দায়িত্বে থাকার পরেও লক্ষ লক্ষ মানুষ এদেশে অনুপ্রবেশ করছে। এরজন্য তাঁর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।