প্রতীকী ছবি (Photo Credit: X)

ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) ইতিমধ্য়েই আইনে পরিণত হয়েছে। যদিও এই নিয়ে দেশজুড়ে রাজনৈতিক সমালোচনা চলছেই। পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল সর্বত্র এই নিয়ে বিক্ষোভ হচ্ছে। দিনকয়েক আগেই মুর্শিদাবাদ এই ইস্যু নিয়েই সাম্প্রদায়িক অশান্তি হয়েছে। এরমধ্যেই উত্তরপ্রদেশের বারেলিতে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর দায়ের হল প্রথম অভিযোগ। ইতিমধ্যেই সিবি গঞ্জ থানায় এক ব্যক্তি ও তাঁর পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।

সরকারি জমি জবরদখল

জানা যাচ্ছে, গত বুধবার সাবজে মহম্মদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এলাকায় একটি সরকারি সম্পত্তির ভুয়ো নথিপত্র বানিয়ে সেটি কবরস্থান বানানোর জন্য দখল করেন সাবজে। এরপর লখনউয়ে সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের কাছে নিবন্ধন করান। এরপর একটি ম্যানেজমেন্ট কমিটি স্থাপন করেন। যেখানে নিজের স্ত্রী ও তিন মেয়েকে ভুয়ো পরিচয় দেখিয়ে ট্রাস্টের সদস্য করেন।

দেখুন ভিডিয়ো

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এই গোটা প্রক্রিয়াটি হয়েছিল ২০২০-২১ সালের দিকে। তাই পুত্তন জুলফিকার শাহের অভিযোগটি গ্রহণ করে পুলিশ। এবং অভিযুক্ত সাবজে ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিবি গঞ্জ থানার পুলিশ।