নভজোত সিং (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাজধানীর বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় মৃত্যু হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সিনিয়র অফিসার নভজোত সিংয়ের। গুরুতর জখম তাঁর স্ত্রী। মৃতের পরিবারের অভিযোগ, ঠিক সময় চিকিৎসা পেলে বাঁচানো যেত কেন্দ্রীয় সরকারি অফিসারকে। আর এরপরই ঘনাচ্ছে রহস্য। এটা নিছকই দুর্ঘটনা? নাকি এই ঘটনার পিছনে অন্য কারণ লুকিয়ে। তদন্ত শুরু করছে পুলিশ।

জানা গিয়েছে, নভজোত অর্থ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্সে ডেপুটি সেক্রেটারি ছিলেন। এদিন স্ত্রী সন্দীপ কৌরকে নিয়ে গুরুদ্বার বাংলা সাহিবে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দিল্লি ক্যান্টনমেন্টের রিং রোডে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। একটি বিএমডব্লিউ গাড়ি এসে সজোরে তাঁর বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্বামী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় স্বামী নভজোতের।

মৃতের ছেলের অভিযোগ, কাছাকাছি হাসপাতালে ভর্তি না করে তাঁকে ১৭ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই জন্যই এই মর্মান্তিক পরিণতি। জানা গিয়েছে, বিএমডব্লিউ গাড়ির দুই যাত্রীই তাঁদের হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাঁদের সম্পর্কে কোনও তথ্য দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ইতিমধ্যেই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পথ দুর্ঘটনায় মৃত্যু অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তার, জখম স্ত্রী