54th GST Council Meeting: জিএসটি কাউন্সিলের সভায় বড় সিদ্ধান্ত। ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা জানালেন। ক্যান্সারের ওষুধের ওপর থাকা জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। বীমার ওপর কর ধার্য করার জন্য মন্ত্রীদের নিয়ে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হল।
'নমকিন'জাতীয় সুস্বাদু মশলাদার খাবারের ওপর থেকে জিএসটি-র হার কমিয়ে ১২% করা হল। স্ন্যাক্স বা 'নমকিন'জাতীয় খাদ্যপণ্যের ওপর ১৮% জিএসটি ধার্য করা ছিল। হেলিকপ্টার পরিষেবায় শেয়ারিং ভিত্তিতে ৫ শতাংশ জিএসটি লাগু করা হল। বিশ্ববিদ্যালয়গুলির গবেষণার ওপর খরচকে জিএসটি-র বাইরে রাখা হল। রেলওয়ের এয়ার কন্ডিশনারের ওপর ২৮ শতাংশ কর ধার্য করা হল।
দেখুন জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কী জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
#WATCH | Delhi: After the GST Council meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "Universities and research centers which have been established by a law of the central government. Two, universities and research centers established by a law of the state governments… pic.twitter.com/92txcceZ9T
— ANI (@ANI) September 9, 2024
গাড়ির আসন বা সিটের ওপর ১৮ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ জিএসটি লাগু করার সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্র বা রাজ্যে আইনে থাকা কোনো প্রাইভেট বা পাবলিক বিশ্বিবিদ্যালয়গুলি জিএসটি-র বাইরে থাকছে।