আহমেদাবাদ, ১৬ জুনঃ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Crash) পর থেকেই নিখোঁজ ছিলেন চলচ্চিত্র নির্মাতা মহেশ কালাওয়াদিয়া, যিনি মহেশ জিরাওয়ালা (Mahesh Jirawala) নামেও পরিচিত। দুর্ঘটনার দিন থেকেই পরিচালকের নিখোঁজ হওয়ার জেরে তাঁর মৃত্যুর আশঙ্কাই করছিল পুলিশ। অস্থির ছিল মহেশের পরিবার। তবে অবশেষে বিমান দুর্ঘটনায় পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
বেশ কয়েকটি গুজরাটি মিডিয়া দাবি করেছিল, দুর্ঘটনাস্থল থেকে জিরাওয়ালার পুড়ে যাওয়া অ্যাক্টিভা স্কুটার এবং তাঁর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এছাড়াও শেষবার দুর্ঘটনাস্থলেই মহেশের মোবাইল ফোনটি ট্র্যাক করা গিয়েছে। তারপর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল ফোনটি। ঝলসানো মৃতদেহের ডিএনএ পরীক্ষার পরেই পুলিশ নিশ্চিত হয়, দেহটি মহেশ জিরাওয়ালার। কিন্তু প্রাথমিকভাবে তাঁর পরিবার মহেশের মৃত্যু সংবাদ মানতে এবং তাঁর মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করে। তবে পুলিশ তাঁর স্কুটারের নম্বর প্লেট এবং ডিএনএ পরীক্ষার রিপোর্ট-সহ শক্তিশালী প্রমাণ দিতে পরিচালকের মৃত্যু সংবাদ মেনে নিয়েছে পরিবার। তাঁর মৃতদেহ গ্রহণ করতেও রাজি হয়েছে।
১২ জুন ভয়াবহ বিমান দুর্ঘটনার দিন থেকেই নিখোঁজ হন মহেশ। তাঁর স্ত্রী হেতল জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ৭০০ মিটার দূরেই সেদিন পরিচালক ছিলেন। পুলিশের আশঙ্কা ছিল, বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছেন মহেশ। সেই আশঙ্কা সত্যি করেই ঝলসানো মৃতদেহের একটির সঙ্গে মিলে গিয়েছে পরিচালকের ডিএনএ।