
নয়াদিল্লিঃ মঙ্গলে ফের বাতিল একাধিক বিমান(Flights)। আজ দিনভর জম্মু(Jammu), লেহ(Leh), চণ্ডীগড়, শ্রীনগর(Srinagar), অমৃতসরগামী সমস্ত বিমান বাতিল করল বিমান সংস্থা ইন্ডিগো। সোমবার রাতে বিবৃতি দিয়ে বিমান বাতিলের কথা জানিয়েছে এই বিমান সংস্থা। সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে উড়ান বাতিল করা হয়েছে বলে বিবৃতির মাধ্যমে জানায় ইন্ডিগো। যাত্রীদের বিমানবন্দরে পৌঁছনর আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটে 'ফ্লাইট স্টেটাস' দেখে নেওয়ার কথাও বলা হয়েছে।
ফের যাত্রী ভোগান্তি, বাতিল একাধিক বিমান
'অপারেশন সিঁদুর' এর থেকে যখন ক্রমে উত্তাল হয়ে ওঠে সীমান্ত, দুই দেশের মধ্যে ছড়াতে থাকে উত্তেজনা তখন যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের ৩২ টি বিমানবন্দরে সমস্ত অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্র। গত শুক্রবার থেকে সেই সময়সীমা বাড়ানো হয়। জানানো হয়, আগামী ১৫ মে পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ৩২ টি বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু শনিবার রাত থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হলে দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ফলে সোমবার দেশের এই ৩২ টি বিমানবন্দরে পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়। খুলে দেওয়া হল জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও।
মঙ্গলে বাতিল ৬ টি জায়গার সমস্ত উড়ান, বিশেষ বিজ্ঞপ্তি জারি ইন্ডিগোর
#6ETravelUpdate pic.twitter.com/KnJYNZgOhF
— IndiGo (@IndiGo6E) May 12, 2025