PM Modi : 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত', বৈচিত্রের মাঝে ঐক্যকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
শুভেচ্ছা মোদীর

দিল্লি, ১৩ এপ্রিল :  নবরাত্রির প্রথম দিনে গোটা দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় নববর্ষের জন্যও মানুষকে ভালবাসা জানান মোদী (PM Modi)।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ভারতবর্ষের(India) বিভিন্ন প্রান্তে একের পর এক উৎসব পালিত হবে। বিভিন্ন উৎসব দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যকে তুলে ধরে। এইসব উৎসবের মাধ্যমে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর উদাহরণ স্থাপিত হয় গোটা বিশ্বের সামনে। এইসব অনুষ্ঠানের মাধ্যমে ফের দেশের ঐক্য,  খুশি এবং সৌভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : 'তপশিলি,দলিতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন', মমতার বিরুদ্ধে তোপ মোদীর

গুডি পাওয়া, সাজিবু চেরাওবা, উগাড়ি, নভরে, চেটি চাঁদ উপলক্ষ্যে মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত চেটি চাঁদ পালন করেন সিন্ধি সম্প্রদায়ের মানুষ। ফলে সিদ্ধি সম্প্রদায়ের মানুষকে এই উৎসব উপলক্ষ্যে মোদী শুভেচ্ছা জানান।

মণিপুরে পালন করা হয় সাজিবু। সেখানকার মানুষকেও সাজিবুর শুভেচ্ছা জানান মোদী। পাশাপাশি নতুন ফসলের উৎসব বৈশাখি উপলক্ষ্যে পাঞ্জাবের (Punjab) মানুষকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী।