Death (Photo Credit: File Photo)

লখনউ, ২০ মার্চ: ষাঁড়ের (Bull) ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পুলিশ কনস্টেবলের (Constable)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায় (Hardoi District)। ২৩ বছর বয়সি ওই মহিলা কনস্টেবলের নাম উপাসনা কুশওয়াহা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হরপালপুরের এসএইচও উমাকান্ত দীপক জানান, হারদোই রেল স্টেশনে ট্রেন থেকে নামার পর উপাসনা তাঁর বাবা শ্যাম সিংয়ের সঙ্গে বাইকে চড়ে বাড়ি যাচ্ছিলেন। সান্দি রোডে শাহবুদ্দিনপুরের কাছে একটি ষাঁড়ের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। স্থানীয়রা পুলিশকে বলেছে যে সংঘর্ষ হওয়ার পর উপাসনা বাইক থেকে ছিটকে প্রায় পাঁচ মিটার দূরে রাস্তায় পড়ে যান। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আরও পড়ুন: Karnataka Hijab Controversy: হিজাব সংক্রান্ত রায় দেওয়া বিচারপতিদের প্রাণনাশের হুমকি, ধৃত ২

উপাসনাকে কেজিএমইউ ট্রমা সেন্টারে রেফার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবা শ্যাম হারদোই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।