Representational Image (Photo Credits: Pixabay)

সামান্য আবর্জনা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা। আর সেই বচসা রূপ নিল প্রাণঘাতী হামলায়। বন্দুকের গুলিতে খুন এক ব্যক্তি, গুরুতর আহত অপরজন। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মণিপুরী (Manipuri) এলাকার জগরূপপুর গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ইতিমধ্যেই তদন্তে নেমে এদিন দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মৃত্যু এক ব্যক্তির

জানা যাচ্ছে, শনিবার রাতে বাড়ির সামনে আবর্জনা ফেলা নিয়ে প্রতিবাদ করে একটি পরিবার। দুপক্ষের বিবাদ কার্যত চরমে পৌঁছায়। এরমধ্যেই যাঁরা নোংরা ফেলছিল তাঁদের বাড়ির ছেলে প্রতিবেশীদের ওপর বন্দুক নিয়ে চড়াও হয়। বন্দুকের গুলিতে এক বছর ৩৫-এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই পরিবারের আরেক সদস্য গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।

গ্রেফতার ২ অভিযুক্ত

পুলিশসূত্রে খবর, মৃত ব্যক্তির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ধৃত ব্যক্তিদের নাম ভুদেব ও অবনীশ। ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং বেশ কয়েকটি তাজা ও খোলা কার্তুজ। পুলিশের অনুমান, এই অস্ত্র দিয়েই তাঁদের ওপর হামলা চালানো হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।