প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

ফের গণধর্ষণের মতো ঘটনা ঘটল বিজেপি শাসিত রাজ্যে। গত ২৬ অক্টোবর অর্থাৎ ছটপুজোর রাতে ঘটনাটি ঘটেছে হরি্য়ানার ফরিদাবাদে (Faridabad)। ধর্ষণের শিকার এক বছর ১৫-এর নাবালিকা। অভিযোগের তীর ৩-৪ জন নাবালকের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন আবার উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। যদিও ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ধারনা, ধৃতরা উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছে। এদিকে নির্যাতিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাড়ির মধ্যে নাবালিকাকে ধর্ষণ

জানা, গত রবিবার রাতে পরিচিত এক নাবালকের সঙ্গে ঘুরতে বেরোনোর পরিকল্পনা করেছিল নাবালিকা। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে একটি জায়গায় নাবালকের জন্য অপেক্ষা করছিল। সেই সময় একটি গাড়ি করে ৩-৪ জন কিশোর তাঁকে তুলে নিয়ে যায়। গাড়ি সেই পরিচিত নাবালকও ছিল। তারপর গাড়ির মধ্যেই তাঁকে ধর্ষণ করে ৩-৪ জন। এদিকে রাত বাড়লেও নাবালিকা বাড়ি না ফেরায় বিপদের আশঙ্কা করে পরিবারের লোকজন। তবে গভীর রাতে সে বাড়ি ফেরে।

মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা

নির্যাতিতা তাঁর দিদিকে সবটা জানালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। জানা যাচ্ছে, পরিচিত কিশোরও উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু ফরিদাবাদে আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল। সেই এই ঘটনার মূল অভিযুক্ত বলে দাবি নির্যাতিতার পরিবারের।