আমলিপাদার কমিউনিটি হেল্থ সেন্টার (চবিঃX)

নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital)মৃত্যু মহিলার। দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি দিতে অস্বীকার হাসপাতালের। অগত্যা দেহ খাটিয়ায় চাপিয়ে কাঁধে টেনে নিয়ে বাড়ি ফিরল পরিবার। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দের ঝড়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ে। সেখানকার গারিয়াবান্দের মাইনপুর ব্লকের আমলিপাদারের কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি ছিলেন ইচ্ছাবাই প্যাটেল নামে এক বৃদ্ধা। তাঁর বয়স ৬০। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার হাসপাতালেই মারা যান। এরপর দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কাছে শববাহী গাড়ি চাওয়া হলে শববাহী গাড়ি দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। পরে শববাহী গাড়ির ব্যবস্থা করা হলেও খরচ বাবদ যে টাকা চাওয়া হয় তা তাঁদের কাছে না থাকায় স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নয়াপাড়া গ্রামের বাড়িতে মৃতদেহ কাঁধে করে নিয়ে ফেরা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ছবি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ খোলেন গারিয়াবান্দের জেলাশাসক। তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন।

 শববাহী গাড়ি দিতে অস্বীকার হাসপাতালের, কাঁধে চাপিয়ে প্রায় ৩ কিলোমিটার দূরে বাড়ি ফিরল বৃদ্ধার দেহ