Pan Card (Photo Credits: PIxabay)

নয়াদিল্লি, ২০ জুলাইঃ আধার কার্ডের (Aadhaar Card) মতো প্যান কার্ডও আমাদের প্রত্যেকের বাধ্যতামূলক নথি। প্যান কার্ডে একটি ১০ ​​সংখ্যার আলফানিউমেরিক নম্বর থাকে, যার সাহায্যে আয়কর বিভাগ আমাদের আর্থিক লেনদেনের হিসাব রাখে। এই প্যান কার্ডের (Pan Card) নাম করেই সম্প্রতি একটি মেসেজ আসছে অনেকের কাছে। যেখানে দাবি করা হচ্ছে, আয়কর বিভাগের তরফে প্যান ২.০ লঞ্চ করা হয়েছে। যার অধীনে ই-প্যান কার্ডের জন্যে আবেদন করতে কিংবা ই-প্যান কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে সকলকে। 'Pan 2.0' অ্যাড্রেস থেকে পাঠানো হচ্ছে মেসেজটি। এই ধরণের মেসেজের ফাঁদে পা দিয়ে কোনরকম লিঙ্কে ক্লিক করলে বড়সড় বিপদে পড়বেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক। তাই সাবধান হন।

প্যান কার্ডের নামে ভুয়ো মেসেজ

পিআইবি ফ্যাক্ট চেকের (PIB Fact Check) তরফে সকলকে সাবধান করে একটি সতর্কবার্তা শেয়ার করা হয়েছে। বলা হয়েছে, এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। আয়কর বিভাগের তরফে 'প্যান ২.০' নামে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া সরকার বা প্যান কার্ড অথরিটি এমন কোন মেসেজ বা বার্তা পাঠাচ্ছে না।

এই ধরণের ভুয়ো বার্তা থেকে সাবধান

ই-প্যান কার্ড ডাউনলোড করার টোপ দিয়ে সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে ঠোকানোর ফাঁদ পেতেছে। আর সেই ফাঁদ থেকে সকলকে সাবধান থাকতেই অনুরোধ করেছে পিআইবি ফ্যাক্ট চেক।