লখনউ, ৯ সেপ্টেম্বর: ফেসবুক অ্যালার্টের (Facebook Alert) কারণে প্রাণ বাঁচল এক যুবকের। ওই যুবক বিষ খেয়ে আত্মহত্যার (Suicide) করার ইচ্ছাপ্রকাশ করেন ফেসবুকে। সঙ্গে সঙ্গে লখনউতে (Lucknow) ডিজিপি-র (UP DGP) সদর দফতরের সোশাল মিডিয়া সেন্টারে অ্যালার্ট জারি করে ফেসবুক। উত্তরপ্রদেশ পুলিশের এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, ফেসবুক থেকে পাওয়া তথ্যটি অবিলম্বে লখনউ পুলিশ কমিশনারেটে (Lucknow Police Commissionerate) পাঠানো হয়েছিল এবং তাদের এই ঘটনায় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। লখনউ পুলিশ কমিশনারেটের অতিরিক্ত সিপি (পশ্চিম) চিরঞ্জীব নাথ সিনহা দ্রুত ২৯ বছর বয়সি ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়ে তাঁর আত্মহত্যা রুখে দেয়।

পুলিশ বোঝানোর পরে যুবকটি নিজের ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার কথাও জানিয়েছেন তিনি। চিরঞ্জীব নাথ সিনহা বলেন, "নিট পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে না পারার পরে ওই যুবক মানসিক উত্তেজনার মুখোমুখি হয়েছিলেন। সেই কারণে তিনি এই পদক্ষেপ নিতে চলেছিলেন। তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে এটি জীবনের শেষ নয়। আমরা তাঁকে ফোন নম্বর দিয়ে এসেছি, যাতে তিনি কোনও প্রয়োজনে ফোন করতে পারেন।" আরও পড়ুন: Delhi Building Collapse: দিল্লির আজাদ মার্কেট এলাকায় ভেঙে পড়ল বাড়ি, চাপা পড়ে অন্তত ৫ জন

উত্তরপ্রদেশ পুলিশ ও ফেসবুকের মধ্যে একটি চুক্তি রয়েছে। যাতে রিয়েল-টাইম সতর্কতা আত্মহত্যার ঘটনা রোখা যায়। মূল্যবান জীবন বাঁচানো যায়। পুলিশের একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে যখনই কেউ আত্মহত্যার বিষয়ে পোস্ট করে, ফেসবুক ইউপি পুলিশকে একটি সতর্কতা পাঠায়। তিনি বলেন, পুলিশ এই সতর্কতা পেয়ে অতীতে বেশ কয়েকজনের জীবন বাঁচিয়েছে। চুক্তি অনুসারে, কোনও ব্যক্তি আত্মহত্যার ইচ্ছা নিয়ে সোশাল মিডিয়া পোস্ট করলে, সংশ্লিষ্ট সাইট পুলিশ কন্ট্রোল রুমে একটি সতর্কতা জারি করবে।