Line of Actual Control. (Photo Credits: ANI | Representational Image)

নতুন দিল্লি, ৮ অক্টোবর: ফের সংঘর্ষে জড়াল ভারত (Indian Army) ও চিন সেনা (PLA)। সূত্রের খবর, গত সপ্তাহে অরুণাচল সেক্টরে (Arunachal Sector) মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দু'পক্ষের মধ্যে। কারণ ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LOC) নিয়ে সমস্যা রয়েছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ কয়েক ঘন্টা চলেছিল বলে জানা গিয়েছে। তবে প্রোটোকল অনুসারে সমস্যার সমাধান করা হয়েছিল। সূত্রের আরও খবর, ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোর কোনও ক্ষতি হয়নি।

সূত্রের খবর, তিব্বত থেকে আসা প্রায় ২০০ জন চিন সেনা ভারতের ভুখণ্ডে প্রবেশ করে এবং ভারতীয় সেনার বাঙ্কারগুলিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। ঘটনাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছাকাছি বাম লা এবং ইয়াংটসে বর্ডার পাসের মধ্যে ঘটেছিল। চিনা সেনাদের ঢোকার খবর পেয়েই ওই এলাকায় যায় ভারতীয় সেনার একটি দল। ভারতীয় সেনারা সীমান্তের কাছাকাছি প্রায় ২০০ চিনা বাধা দেয়। এরপরই সংঘর্ষ শুরু হয়ে যায়।কয়েকজন চিনা সেনাকে আটকও করে ভারতীয় সেনারা। পরে স্থানীয় কমান্ডাররা সমস্যা সমাধান করেন। এর আগে ৩০ শে অগাস্ট, ১০০ জন চিনা সেনা উত্তরাখণ্ডের বারাহোটি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে।

পূর্ব লাদাখেও এই ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনা সেনারা। এবার উত্তরাখণ্ডেও একই ঘটনা ঘটাল তারা। তাই আবারও ভারত-চিন সম্পর্কে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভারত বৃহস্পতিবার বলেছে যে তারা আশা করে যে চিন পূর্ব লাদাখে অবশিষ্ট বিবাদগুলির দ্রুত সমাধানের দিকে নজর দেবে এবং দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রটোকলের মেনে চলবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত আবারও জানাচ্ছে যে চিনের উস্কানিমূলক আচরণ এবং একতরফা পদক্ষেপের ফলেই এলাকায় শান্তি বিঘ্নিত হয়েছে।