দিল্লি, ২৭ অক্টোবর: পাক অধিকৃত কাশ্মীরের মানুষের উপর 'নৃশংসতা' শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাক অধিকৃত কাশ্মীরে যাঁরা বসবাস করেন, বিশেষ করে গিলগিট-বালটিস্তানে, তাঁদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাজনাথ সিং। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। গিলগিট-বালটিস্তানের উপর থেকে পাকিস্তানের আধিপত্য সরানো গেলে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকেও সরতে হবে ইসলামাবাদকে। ফলে জম্মু কাশ্মীর এবং লাদাখে জোর কদমে উন্নয়নের কাজ শুরু হয়েছে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উন্নয়ন হলে ক্রমাগত গিলগিট-বালটিস্তান পর্যন্ত পৌঁছনো যাবে। গিলগিট-বালটিস্তানে পৌঁছনো গেলে, তবেই ভারত নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি হয়েছে। গোটা দেশের সঙ্গে জম্মু কাশ্মীরের তফাৎ যাতে মুছে যায়,তার জন্যই ৩৭০ ধারার অবলুপ্তি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন রাজনাথ সিং।