বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ইন্দোর: সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ (largest) ও সবচেয়ে মেধাবী (talented)। রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) আয়োজিত যুব প্রবাসী ভারতীয় দিবসের (Youth Pravasi Bharatiya Divas) সূচনাকালে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "ভারতীয়দের এটাই অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দেশের সঙ্গে একটা আত্মিক বন্ধন থেকেই যায়। তা আরও বাড়ানোর জন্য, এই বিষয়ে আরও প্রচারের জন্য প্রবাসী ভারতীয় দিবসের মতো সম্মেলন আয়োজন করা খুবই দরকারি।" আরও পড়ুন: Ganga Vilas Cruise: আগামী ১৩ জানুয়ারি বারাণসী থেকে গঙ্গা বিলাস ভ্রমণ ক্রূজ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এরপরই ভারত ও বিদেশ থেকে সম্মেলনে আসা যুবক-যুবতীদের উদ্দেশে জয়শঙ্কর বলেন, "পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ হল প্রবাসী ভারতীয়রা (Largest Indian Diaspora)। আর অনেকেই বলেন, যে তাঁরা হলেন সবচেয়ে বেশি মেধাবী (Talented)। তবে সবথেকে ভালো বিষয় হল, ভারতীয়রা দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন নিজেদের মধ্যের আত্মিক বন্ধনকে কখনও অস্বীকার করেন না। দেশ ও বিদেশে বসবাসকারী ভারতীয়রা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখেন। আর এটা দুদিক থেকেই বজায় রাখা হয় যার জ্বলন্ত উদাহরণ প্রবাসী ভারতীয় দিবসের (Pravasi Bhartiya Divas) মতো অনুষ্ঠান।"