নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: "বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোভিড ভ্যাকসিন (COVID Vaccine) প্রস্তুত হয়ে যাবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতে টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্যসেবা, ফ্রন্টলাইনের কর্মী এবং গুরুতর রোগে আক্রান্ত প্রবীণ ব্যক্তিদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।" সর্বদল বৈঠকে আজ একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসেছিল। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। কোভিড-১৯ পরিস্থিতির পাশাপাশি, ভ্যাকসিন নিয়েও বৈঠকে আলোচনা হয়। মোদি বলেন, ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করছে এবং জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দলগুলি ভ্যাকসিন বিতরণের জন্য একযোগে কাজ করছে। অন্যান্য দেশের তুলনায় ভ্যাকসিন বিতরণর পরিকাঠামোর দক্ষতা রয়েছে ভারতের কাছে। টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি খুব বড় এবং অভিজ্ঞ নেটওয়ার্ক রয়েছে। আমরা একে পুরোপুরি কাজে লাগাব।" আরও পড়ুন: Interfaith Marriage: লাভ জেহাদের অজুহাতে বিবাহ বাসরে যোগীর পুলিশ, বিয়ে বন্ধ রাখতে বর-কনের পরিবারকে দিতে হল মুচলেকা
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির প্রয়াসে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সুলভ ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে বিশ্ব নজর রাখছে। সেই কারণেই বিশ্ব ভারতের দিকে তাকিয়ে। আমি সব রাজনৈতিক দলের নেতাদের কাছে লিখিতভাবে পরামর্শ পাঠানোর আবেদন করছি। আমি আশ্বাস দিচ্ছি যে এগুলি গুরুত্ব সহকারে বিবেচিত হবে।"