Rahul Gandhi, Narendra Modi. (Photo Credits: X)

Haryana and Jammu-Kashmir Exit Poll: হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে এক্সিট পোলের ফল আসতে শুরু করেছে। হরিয়ানায় কংগ্রেসের ঝড়ের ইঙ্গিত মিলেছে প্রায় সব কটি বড় সংস্থার সমীক্ষাতেই। জম্মু-কাশ্মীরে তুলনায় কঠিন লড়াইয়ের কথা বলা হলেও কংগ্রেস-ন্যাশনল কনফারেন্স জোটের দিকেই পাল্লা ভারী থাকছে। অন্তত বেশীরভাগ সমীক্ষাই তাই বলছে।

এক্সিট পোল মিলে গেলে বিজেপির কাছে বড় ধাক্কা। দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে ক্ষমতা হারাতে চলেছে নরেন্দ্র মোদীর দল। হরিয়ানায় ভোট মিটতেই দেশের বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত এক্সিট পোলের ফল সেই কথাই বলছে। হরিয়ানায় দশ বছর পরে সুনামি তুলে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। ভূ স্বর্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কংগ্রেস, ন্যাশানল কনফারেন্স জুটির ক্ষমতায় ফেরার সম্ভাবনাই অনেকটা বেশী।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস জিততে পারে ৫৫ থেকে ৬০টি আসন। এমন কথা বলা হল এবিপি-সি ভোটার ও রিপালবিক টিভি-র সমীক্ষা। সেখানে ক্ষমতাসীন বিজেপি মাত্র ১৮-২২টি আসনে জিততে পারে এমন কথাই বলছে বেশীরভাগ সংস্থার এক্সিট পোল।

হরিয়ানা নিয়ে বিভিন্ন সংস্থার এক্সিট পোলের ফল

হরিয়ানার এক্সিট পোলের ফলাফল

জম্মু-কাশ্মীরে হরিয়ানার থেকে অনেক বেশী হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকছে। তবে সেটা বিজেপির জন্য নয়, কাশ্মীরে তৈরি হওয়া বেশ কিছু নতুন রাজনৈতিক শক্তি ও নির্দল প্রার্থীদের জন্য। ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষার এক্সিট পোল বলছে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্যাশানল কনফারেন্স-কংগ্রেস জোট ৪০ থেকে ৪৮টি আসনে জিততে পারে। সেখানে ৪৬টি আসনে জিতেই ভূ স্বর্গে ক্ষমতায় আসা যাবে। সেখানে বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩৩টি আসন। গতবার জিতে বিজেপির সাহায্য মুখ্যমন্ত্রী হওয়া মেহবুবি মুফতির পিডিপি ৬-৯টি আসনে জিততে পারে।

জম্মু- কাশ্মীর নিয়ে বিভিন্ন সংস্থার এক্সিট পোলের ফল

আর কাশ্মীরে ৬-১১টি আসনে জিততে পারে নির্দল ও কিছু ছোট দলেরা। এই এক্সিট পোলেই বলা হল, জম্মু অঞ্চলে বিজেপি ২৭-৩২টি আসনে জিততে পারে, কিন্তু কাশ্মীরে তারা বড়জোড় ১টি আসনে জয়ের মুখ দেখতে পারে। অন্যদিকে, ফারুক আবুদল্লার এনসি ও কংগ্রেস জম্মু অঞ্চলে ১৫টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। আর কাশ্মীর অঞ্চলে এনসি, কংগ্রেস জোট পেতে পারে ২৭-৩৩টি আসন। কাশ্মীরে ছোট দলগুলির উত্থানে কিছুটা হলেও সমস্য়া পড়েছে কংগ্রেস, এনসি জোট। অন্যদিকে, জম্মু-তে বলার মত ফল করলেও, কাশ্মীরের ভরাডুবিতে ভূ স্বর্গে মাথায় হাত পড়তে পারে পদ্ম শিবিরের।