Photo Credits: ANI

মুজাফফরপুর: বিহারে মদ (liquor) নিষিদ্ধ। কিন্তু, অবৈধভাবে মদ তৈরি করে বিক্রি চলছেই। কয়েকদিন আগে বিষ মদে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাকে নিয়ে তোলপাড় হয়েছিল বিহারের রাজ্য রাজনীতি। তারপরও কিন্তু, বন্ধ হয়নি মদ তৈরি করে বিক্রি। সেই অবৈধ মদ তৈরি রুখতে গিয়ে প্রাণ হারালেন আবগারি দপ্তরের এক কনস্টেবল (excise constable)। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজাফফরপুর (Muzzafarpur) জেলার মুশাহারি (Mushahari) এলাকায়।

এপ্রসঙ্গে মুজাফফরপুরের (পূর্ব) সহকারী পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুশাহারি এলাকার বুড়ি গণ্ডক নদীর (Burhi Gandak River) ধারে একটি অবৈধ মদ তৈরির ভাটিতে হানা (raid) দেয় আবগারি দপ্তরের আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছনোর পর মদ তৈরির কাজে যুক্ত থাকা দুষ্কৃতীদের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। এর জেরে জল ডুবে মৃত্যু হয় আবগারি দপ্তরের এক কনস্টেবলের (Constable Died In Muzzafarpur)।

ঘটনাস্থলে থাকা অন্য এক আবগারি কনস্টেবল জানান, বুড়ি গণ্ডক নদীর কাছে মদ তৈরি করছিল তিনজন। ওই কনস্টেবল যখন তাদের ধরতে যান তখন উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। কিছুক্ষণ পরে তাঁকে নিয়েই নদীর জলে ঝাঁপ দেয় দুষ্কৃতীরা। তারপর তারা সাঁতার কেটে পালিয়ে গেলেও জলে ডুবে মারা যান (drowned to death) ওই কনস্টেবল। তিনি সাঁতার কাটতে জানতেন না বলেই মর্মান্তিক এই ঘটনা ঘটল।