ভাইরাল ছবি (Photo Credit: X)

জয়পুরঃ  সম্প্রতি রাজ্যের সমস্ত স্কুল পরিদর্শনে বেড়িয়েছিল রাজস্থান শিক্ষা দফতরের (Rajasthan Education Department) একটি বিশেষ দল। কয়েকটি সরকারি ওপেন স্কুলে(Open School) দশম থেকে দ্বাদশ শেণীর পরীক্ষা চলছিল। ডেচুর কোলু গ্রামের একটি সরকারি মধ্য বিদ্যালয়ে (Middle School) গিয়ে এই দলের প্রতিনিধিরা দেখেন তালা বন্ধ। তা দেখেই তাঁদের সন্দেহ হয়। এরপর পাঁচিল টোপকে স্কুলের ভিতর প্রবেশ করতেই চক্ষু চড়ক গাছ পরিদর্শকদের। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ব্ল্যাকবোর্ড জুড়ে প্রশ্নের উত্তর লেখা। শিক্ষকরা এভাবেই পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছেন। শুধু তাই নয়, অবাধে টুকলি করছে পরীক্ষার্থীরা এও দেখতে পান তাঁরা। তদন্তে নেমে এই পরিদর্শক দলের হাতে আসে আরও সব চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে পড়ুয়া সেজে তাদের হয়ে পরীক্ষাও দিয়েছেন বিজ্ঞান বিভাগের দুই শিক্ষক। এক কথায় গোটা স্কুলে পরীক্ষাকে কেন্দ্র করে চরম অরাজকতার ছবি ধরা পড়েছে। এরপরই এই স্কুলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান শিক্ষা দফতর। কোন-কোন শিক্ষক এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষককে তলব করেছে শিক্ষা দফতর।