S M Khan (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৮ নভেম্বরঃ  প্রয়াত প্রাক্তন আমলা তথা লেখক এম এম খান (S M Khan)। ৬৭ বছর বয়সে চলে গেলেন অবসরপ্রাপ্ত ভারতীয় তথ্য পরিষেবা কর্মকর্তা এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের (A P J Abdul Kalam) প্রেস সচিব। রবিবার দক্ষিণ দিল্লির সকেতের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে তাঁদের পারিবারিক কবরস্থানে এস এম খানের দেহ সমাধিস্থ করা হবে।

১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সিবিআই মুখপাত্র হিসাবে কাজ করেছেন তিনি। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের প্রেস সেক্রেটারি হিসাবে কাজ করেন। কালামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে 'দ্য পিপলস প্রেসিডেন্ট' নামে একটি বইও লিখেছেন এস এম। তাঁর মৃত্যুর সঙ্গে ভারতীয় তথ্য পরিষেবা এবং জনসংযোগের ক্ষেত্রে একটি যুগের অবসান ঘটেছে।

১৯৫৭ সালের ১৫ জুন উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার খুরজায় জন্মগ্রহণ করেন এস এম খান। আইনজীবী পরিবারে জন্ম তাই পরিবারের রীতি মেনে তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (LLB) পড়েন। এরপর তিনি এলএলএম (LLM) করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্তি হয় তাঁর। পরে তিনি অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ১৩ বছর সিবিআই মুখপাত্র হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের প্রেস সেক্রেটারি হিসাবে মেয়াদ শেষ হওয়ার পর তিনি দূরদর্শনের ডিরেক্টর জেনারেল পদে যোগ দেন। তিনি দিল্লির ইন্ডিয়া ইসলামিক অ্যান্ড কালচারাল সেন্টারে ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাস্টির পদেও অধিষ্ঠিত ছিলেন