প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পরিবার নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। আর তারপরেই শুরু হয় বিতর্ক। বিজেপির নেতানেত্রীরা কার্যত বাক্যবাণে কোনঠাসা করেন লালুসহ ইন্ডি জোটের নেতানেত্রীদের। এবার এই নিয়ে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)।
রমেশ বলেন, আমাদের কাছেও ১৪০ কোটি দেশবাসী পরিবার। তাঁদের পাশে আমরাও রয়েছি। তাই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে আমরাও প্রতিবাদ করি। যদি তাঁর কাছে ১৪০ কোটি দেশবাসীই পরিবার হয় তাহলে কেন উনি তাঁদের বিশ্বাস নিয়ে খেলছেন? এই ১০ বছর ধরে তাঁর পরিবারের সঙ্গে অন্যায় কাল হচ্ছে।
#WATCH | On PM Narendra Modi's "My country is my family" remark, Congress MP Jairam Ramesh says, "Even our priority is the people of our country. We are raising their voice against inflation, unemployment, economic instabilities, and polarisation. If 140 crore Indians are his… pic.twitter.com/Yx5b4JTkI2
— ANI (@ANI) March 5, 2024
কংগ্রেস সাংসদ আরও বলেন, উনি গনতান্ত্রিকভাবে নির্বাচিত এক ব্যক্তি। কিন্তু ওনার কাজকর্ম বা ব্যক্তিত্ব দেখে তা মনে হয়। উনি প্রধানমন্ত্রী পদে বসে আছেন শুধু নিজের প্রচার এবং রি ব্র্যান্ডিংয়ের জন্য। নিজেকে বিশ্বগুরু হিসেবে মার্কেটিং করছে মোদি। আমরা প্রধানমন্ত্রীর পদটিকে অসম্মান করি না, কিন্তু উনি যদি সম্মান চান, তাহলে সেরকম ব্যবহারও তাঁকে করতে হবে।