ISRO Satellite (Photo Credit: X)

নয়াদিল্লিঃ তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি। ব্যর্থ ইসরোর (ISRO) ১০১ মিশন। রবিবার, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-০৯ উৎক্ষেপণ করে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর পিএসএলভি-সি৬১ রকেটে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যার কারণে অভিযানটি অসফল রয়ে যায়। এরপর ইসরোর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, "আজ ১০১ তম উৎক্ষেপণের প্রচেষ্টা ছিল। এই অভিযানের দ্বিতীয় পর্যায় পর্যন্ত পিএসএলভি-সি৬১ এর কর্মক্ষমতা স্বাভাবিক ছিল। তবে তৃতীয় পর্যায়ে একটি পর্যবেক্ষণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ যার কারণে শেষপর্যন্ত মিশনটি সফল হতে পারেনি।"

রবি সকালে খারাপ খবর শোনাল ইসরো

শুধু তাই নয় এরপর এই অসফলতার কথা জানান ইসরোর প্রধান নারায়ণন। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "আজ, সকালে শ্রীহরিকোটা থেকে ১০১তম উৎক্ষেপণ, পিএসএলভিসি৬১ মিশন শুরু করেছিলাম। দ্বিতীয় পর্যায় পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিক ছিল। তৃতীয় পর্যায়ে কিছু অস্বাভাবিকরা লক্ষ্য করা যায়। বিজ্ঞানীদের নজরে আসে যান্ত্রিক কিছু ত্রুটি ৷ এরপরই মিশনটি বন্ধ হয়।" উল্লেখ্য, 'ইওএস০৯' হল অত্যাধুনিক নজরদারী উপগ্রহ ৷ সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তিতে সজ্জিত এই উপগ্রহ সর্বদা পৃথিবীর উপর নজর রাখবে।

১০১তম মিশনে ব্যর্থ ইসরো, উৎক্ষেপণের পর বন্ধ রকেট

কী বলছেন ইসরো প্রধান?