Ankush Hazra Summoned by ED (Photo Credit: X@SreyashiDey)

বেআইনি বেটিং অ্যাপ-কাণ্ডে এবার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Tollywood actor Ankush Hazra) কে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার অঙ্কুশকে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ওই একই দিনে এই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশীকেও ডেকে পাঠিয়েছে ইডি।সোমবার ইডি সূত্রে জানা গিয়েছে, টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা (Urvashi Rautela) কে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উভয়কে বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

অংকুশকে সমন ইডি-র

বেটিং অ্যাপ-কাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে আজ হাজিরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (ED summons former TMC MP Mimi Chakraborty)। সোমবার সকালে কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন মিমির আইনজীবী। ইডি দফতরে প্রবেশের মুখে সাংবাদিকদের সামনে তেমন কোনও মন্তব্য করতে চাননি তিনি। মিমি-সহ বেশ কয়েক জনকেই বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় তলব করেছে ইডি। তালিকায় বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাও রয়েছেন।