J-K Encounter (Photo Credit: X/Screengrab)

নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)ফের গুলির (Shot) লড়াই। সূত্রের খবর,সেনার গুলিতে খতম ৪ জঙ্গি। মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানের সুকরু কেল্লরে তল্লাশি অভিযানে নামে সেনা। চলে গুলির লড়াই। জানা যাচ্ছে, ওই এলাকা থেকে এখন গুলির শব্দ শোনা যাচ্ছে। এখনও অভিযান চলছে বলেই অনুমান। এই এনকাউন্টারে কোনও জওয়ান আহত হয়েছেন কি না সেই বিষয়ে সেনার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

ফের গুলির শব্দে কাঁপল কাশ্মীর, সেনার গুলিতে নিকেশ ৪ জঙ্গি

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হানা এক লহমায় বদলে দিয়েছে গোটা দেশের পরিস্থিতি। এই ঘটনা নতুন করে ভারত-পাক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে। লাগাতার চলেছে হিংসা। গোলাবর্ষণ, ড্রোন অ্যাটাকের জেরে চরম অশান্তি ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। যার আঁচ পড়েছে গোটা দেশে। ঘাত-প্রত্যাঘাতের পর্ব মিটিয়ে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তির আর্জি জানায় পাকিস্তান। সেই প্রস্তাবে সম্মতি জানায় ভারত। এই পরিস্থিতিতে যখন ধীরে ধীরে শান্তি ফিরছে দেশে তখন ফের জম্মু কাশ্মীরে জঙ্গিদের সন্দেহভাজন কার্যকলাপের খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনা।

কাশ্মীরে ফের গোলাগুলি, সেনা-জঙ্গির লড়াইয়ে খতম ৪ সন্ত্রাসবাদী