Covid Vaccine: কোন কর্মীকে জোর করে দেওয়া যাবেনা ভ্যাকসিন, শিক্ষকের মামলার প্রেক্ষিতে জানাল দিল্লি হাই কোর্ট
Delhi High Court (Photo: ANI)

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্ট মঙ্গলবার এক রায়দানে বলেছে ভবিষ্যতে কোন নিয়োগকর্তা তাঁর কর্মীদের কোভিড ভ্যাকসিন নিতে বাধ্য করার জন্য জোর দিতে পারবেন না। একজন সরকারি স্কুল শিক্ষকের আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে বিচারপতি প্রতিভা এম সিং-এর সিঙ্গল বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। ওই শিক্ষক বলেছিলেন  টিকা নিতে বাধ্য না করে শিক্ষকতা করার এবং অন্যান্য দায়িত্ব নেওয়ার অনুমতি যেন তাঁকে দেওয়া হয়। বিচারপতি তার আবেদন মঞ্জুর করে সকল মুলতুবি আবেদনের নিষ্পত্তি করেন। এবং সিঙ্গল বেঞ্চ শিক্ষককে শিক্ষাদান এবং অন্যান্য দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দেয় এবং ৩০ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।দিল্লি সরকারের শিক্ষা অধিদপ্তরের অধীনে গৌতম পুরীর 'গৌতম পুরীর গভর্নমেন্ট গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলে' ইতিহাসের বিষয় পড়ান এই শিক্ষক, ২০২১ সালে আদালতে তিনি তাঁর মামলাটি করেছিলেন। তবে বর্তমানে তাঁকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে, জ্যাকব পুলিয়েল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায়, সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল যে, কোন ব্যক্তি যদি তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকেনততক্ষণ পর্যন্ত কোনও চিকিৎসা নিতে অস্বীকার করা তার অধিকার।