Kerala Elephant Death: আরও এক হাতির মর্মান্তিক মৃত্যু কেরলে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার জঙ্গল থেকে
Elephant Dies in Kerala’s Malappuram (Photo Credits: ANI) .. Read more at: https://www.latestly.com/india/news/elephant-dies-in-keralas-malappuram-forest-official-says-injuries-suggest-death-was-due-to-fight-with-another-elephant-1810821.html

মালাপ্পুরাম, ৯ জুন: কেরলে (Kerala) আরও এক হাতির (Elephant Death) মর্মান্তিক মৃত্য়ু। এবার মালাপ্পুরাম (Malappuram) এলাকায়। উত্তর নিলাম্বুর এলাকায় গুরুতর আহত হিসেবে পাঁচ দিন আগেই বন দফতরের কর্মীরা তাকে উদ্ধার করে। চিকিৎসাও চলছিল তার। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, চিকিৎসায় সেভাবে কোনও সাড়া দিচ্ছিল না হাতিটি। গত সোমবার মৃত্যু হয় কেরলের হাতিটির। আরও পড়ুন: Pregnant Elephant Death: কেরালায় অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ অভিযুক্ত 

জাতীয় সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দেওয়ার সময় বনবিভাগের এক কর্মী জানিয়েছেন, "স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে পুরুষ হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। দাঁতের মধ্যে গভীর ক্ষত ছিল হাতিটির। আমাদের মনে হয়, বনের অন্যান্য হাতির সঙ্গে লড়াইয়ের সময় ঘটনাটি ঘটে। অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় হাতিটিকে।"

ওয়াইনাড় থেকেও একটি চিকিৎসকদের একটি স্পেশাল দল আসে হাতিটির চিকিৎসার জন্য। কিন্তু হাতিটির চোট এতটাই গভীর ছিল যে, সব চেষ্টাই বৃথা হয়। কিছুদিন আগে পালাক্কাদে অন্তঃসত্ত্বা হাতি (pregnant elephant) খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১ অভিযুক্ত। কেরলের মল্লপুরমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল গর্ভবতী হাতিটি। ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিল। বনবিভাগের কর্মীরা জানিয়েছিলেন, সম্ভবত খিদের জ্বালাতেই লোকালয়ে চলে এসেছিল হাতিটি। মানুষের কাছে খাবার পাবে এই বিশ্বাসই ছিল তার। এমন ভরসার জায়গা থেকেই বিপদ ঘনালো। বিস্ফোরক ঠাসা আনারস খেয়ে ফেলে হাতিটি। যার জেরে মর্মান্তিক মৃত্যু হয় মা হতে চলা হাতিটির। একটু নদীর মধ্যে উদ্ধার হয় গর্ভবতী হাতিটির মৃতদেহ।