Tejashwi Yadav (Photo Credit: Twitter)

নিজের পাতা ফাঁদে নিজেই ফাঁসতে চলেছেন। আরজেডি বিধায়ক তেজস্বী যাদব (Tejashwi Yadav) গতকাল যে ভোটার কার্ড দেখিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, সেই কার্ডের যাবতীয় তথ্য কমিশনের পাটনার অফিসে জমা দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আসলে যে এপিক নম্বর সরকারি রেকর্ডে নথিভুক্তই নেই, সেই নম্বর কীভাবে তেজস্বী যাদবের হাতে এল, সেটা এখনও রহস্য। আর এতে জাতীয় নির্বাচন কমিশনের কোনও গাফিলতি রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখার জন্যই কার্ডের বিস্তারিত তথ্য কমিশনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল তেজস্বীকে।

কমিশনকে সহযোগিতা করবেন লালুপুত্র

যদিও কমিশনের এই নির্দেশ লালুপুত্র আদৌ মানবেন কিনা, কমিশনকে সহযোগিতা করবেন কিনা, এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে গতকাল তেজস্বী নিজেই দাবি করেছেন, কমিশন ভুল তথ্য দিচ্ছে। তিনি যে ভোটার কার্ড দেখাচ্ছেন, সেটাই আসল ভোটার কার্ড। যদিও কমিশনের পাল্টা দাবি ছিল সে তাঁর আসল এপিক নম্বর দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে। এমনকী গত নির্বাচনেও মনোনয়ন জমা দেওয়ার সময় এই নম্বরই ব্যবহার করেছিলেন।

বিহারে বিধানসভা নির্বাচন

প্রসঙ্গত, বিহারে আগামী কয়েকমাসেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু হয়। যা নিয়ে বিরোধীতা শুরু করে বিরোধীরা। এখনও পর্যন্ত ৬৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।