বাংলাদেশে নির্বাচনে শেখ হাসিনার জয় নিয়ে শুভেচ্ছা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও সেখ হাসিনাকে প্রদান করেন তিনি।
প্রণয় ভার্মা প্রথম দূত যিনি সেখ হাসিনার বিজয়ে শুভেচ্ছা জানালেন। নতুনভাবে তৈরী সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক যাতে আরও দৃঢ হয় সেই আশাও রাখেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা গোপালগঞ্জ ৩ ক্ষেত্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। হাসিনার দল আওয়ামী লিগ ২২৩ টি আসনে নিজেদের জয় প্রতিষ্ঠিত করে। তিনি ২৪৯,৯৬২ টি ভোট পেয়েছেন যেখানে তার প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান পেয়েছেন ৬,৯৯৯ টি ভোট। যেখানে অন্য একটি প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪২৫ টি ভোট।
যদিও বাংলাদেশের বেশ কিছু দল যেমন জামাতে ইসলামী এবং বিএনপি ভোটের আগেই বনধ ডাকে। এবং ভোটকে তারা বয়কট করেছে বলে জানা গেছে। রবিবার প্রধানমন্ত্রী সেখ হাসিনা ফলাফল ঘোষণার পর তাদের কর্মী সমর্থকদের কোনরুপ মিছিল, মিটিং করতে নিষেধ করেন।
Indian envoy calls on Bangladesh PM Sheikh Hasina, conveys greetings of PM Modi on her election victory
Read @ANI Story | https://t.co/lUeZLi2msD#India #Bangladesh #SheikhHasina pic.twitter.com/r87FaQb2lB
— ANI Digital (@ani_digital) January 8, 2024