আগরতলা: রাত পোহালেই শুরু হবে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ (polling)। তার আগে বুধবার নিরাপত্তার (security) ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে পুরো ত্রিপুরা (Tripura)। যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনও।
বুধবার এপ্রসঙ্গে পশ্চিম ত্রিপুরার (West Tripura) জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, "আমরা ৭৮৯টি ভোটগ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) মোতায়েন করেছি। কন্ট্রোল রুম (control room) থেকে জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলির (polling station) উপর নজরদারি চালাব আমরা। নির্বাচনের কাজের জন্য অতিরিক্ত মানুষও রয়েছে আমাদের কাছে। রয়েছে সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থাও (CCTV surveillance)। এখনও পর্যন্ত সব জায়গায় যথেষ্ট পরিমাণ বাহিনী মোতায়েন করা হয়েছে।"
সদর ত্রিপুরার এসডিপিও অজয় কুমার দাস বলেন, "প্রতিটি জেলায় নিরাপত্তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে সিসিটিভি ক্যামেরাও। প্রতিটি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে দুষ্কৃতীদের সন্ধানে। যাতে তারা কোনও গণ্ডগোল না করতে পারে। এর পাশাপাশি গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
Agartala, Tripura | We've 789 polling stations, CAPF deployed. We are monitoring every polling station in district from control room. There are additional personnel as well. There's CCTV surveillance. Sufficient forces have been deployed: Debapriya Bardhan, DM, West Tripura pic.twitter.com/1tI9J3bpnE
— ANI (@ANI) February 15, 2023
Agartala, Tripura | We have made comprehensive security plans for each and every district. Central forces deployed in every booth. There is CCTV camera. Area domination will be conducted to control miscreants. Sec 144 was imposed in entire city: Ajoy Kumar Das, SDPO Sadar Tripura pic.twitter.com/zIdEMBAF0K
— ANI (@ANI) February 15, 2023