Narendra Modi, Rahul Gandhi, Nitish Kumar and Tejashwi Yadav. (Photo Credits:X)

আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। সেই নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। প্রার্থীরা নিজেদের ভোটকেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে। এছাড়া টিভি, রেডিও সহ ডিজিটাল মাধ্যমেও ভোটপ্রচার করছেন প্রতিটি দলের প্রার্থীরাই। এদিকে এই প্রচার নিয়ে বিধিনিষেধ আনল নির্বাচন কমিশন। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন নিয়ে বিধিনিষেধ কমিশনের

যেখানে নির্দেশ দেওয়া হয়েছে ৬ নভেম্বর নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে টিভি, রেডিও এবং কেবল নেটওয়ার্কগুলিকে দল/প্রার্থীদের পক্ষে বা পক্ষপাতদুষ্ট কোনও বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না। এই একই নিয়ম লাগু থাকবে দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ ১১ নভেম্বরেও। কমিশনের তরফে জানানো হয়েছে ১৯৫১ সালের আর.পি. আইনের ১২৬(১)(খ) ধারা অনুসারে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বিহারে এসআইআর-এর প্রভাব

প্রসঙ্গত, আগামী মাসেই বিহারে বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। এসআইআর বিতর্কের মাঝেই বাংলার পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফলে এসআইআরের প্রভাব যে ভালোই পড়বে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিহারের পরেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। আগামী বছরেই শুরুতেই হতে পারে এই রাজ্যে নির্বাচন।