
নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার ঘটনা। সাইবার প্রতরণার শিকার হয়ে ২.৫৭ কোটি টাকা খোয়ালেন ৭৪ বছরের বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পুনেতে। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ওই বৃদ্ধার ও তাঁর ছেলের থেকে বিপুল পরিমাণ টাকা লুটে নেয় প্রতারকরা। জানা গিয়েছে, নাসিক পুলিশের পরিচয় দিয়ে ফোন করে প্রতারকরা জানায় একটি টাকা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে ওই বৃদ্ধা ও তাঁর ছেলের। সেই মামলায় তাঁদের ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে বলে জানায় প্রতারকরা। আর তা বিশ্বাস করেই সব হারান ওই বৃদ্ধা। ধাপে ধাপে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ওই বিপুল পরিমাণ টাকা।
ফের সাইবার প্রতরাণা, ২.৫৭ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা
১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, প্রায় ১ মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের বাহানায় ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে প্রতারকেরা। এরপর গত ১৯ মার্চ পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধা। দায়ের হয় অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাসিক সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত বৃদ্ধা
Digital Arrest Scam in Pune: Elderly Woman Loses INR 2.57 Crore As Fraudsters Pose As Nashik Police Keep Her Under ‘Digital Arrest’ for a Week in Erandwane; Case Registeredhttps://t.co/Qw2BOLQ8M9#Maharashtra #Pune #Erandwane #DigitalArrestScam
— LatestLY (@latestly) March 20, 2025